বিপিএলে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য নিজেদের খেলোয়াড় নিশ্চিত করেছে সাতটি ফ্রাঞ্চাইজি। রবিবার রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বেলা ১২টায় শুরু হয় এ নিলাম। হোটেলে ড্রাফট থেকে ক্রিকেটার নির্বাচন করে দলগুলো।

আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের এই আসর। চলতি বছরের অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে তিন মাস পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এক নজরে সাতটি দল
খুলনা: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট (উইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), আলী খান (যুক্তরাষ্ট্র), জহরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, শুভাশিস রায়, জুনায়েদ সিদ্দিকী, জহির খান (আফগানিস্তান), সিরিফানে রাথারফোর্ড (উইন্ডিজ), তানভীর ইসলাম, মাহমুদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ইয়াসির শাহ (পাকিস্তান), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে)।

রাজশাহী: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জোংকার (সাউথ আফ্রিকা), সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বী, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), লৌরি ইভানস (ইংল্যান্ড), মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান)।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, লুক রঞ্চি, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), সাঞ্জামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রবার্ট ফ্রাইলিংক (সাউথ আফ্রিকা), মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), মোহাম্মদ সাদমান ইসলাম।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল (উইন্ডিজ), হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, অ্যান্ড্রু ব্রিচ (সাউথ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), কাজি অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব, নাঈম শেখ।

সিলেট: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সন্দীপ লামিচানে (নেপাল), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন (সিনিয়র), তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন (উইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী অনিক, গুলবাদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (উইন্ডিজ), মেহেদী হাসান রানা, প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পুরান (উইন্ডিজ)।

কুমিল্লা: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক (পাকিস্তান), আসিলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড), আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহিদ, শহিদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস (উইন্ডিজ), ওয়াকার সালামখেলি (আফগানিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান)।

রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম শান্ত, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রাইলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফরহাদ হোসেন অনি, বেনি হাওয়েল (ইংল্যান্ড), ওসানে থমাস (উইন্ডিজ)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button