ছয় মাসের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করবে ইরান : ইসরাইল

General view of Bushehr nuclear power plant, 1,200 km south of Tehranইরান আগামী ছয়মাসের মধ্যে পারমানবিক বোমা বানাবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী যুভাল স্টেইনিৎজ। শুক্রবার রয়টার্স জানায়, এখন আর ইরানের সাথে আলোচনায় বসার সময় নেই বলেও মন্তব্য করেন যুভাল। ইসরাইলের সিনিয়র এই মন্ত্রী জানান, আমেরিকার কাছ থেকে সম্ভাব্য সামরিক হামলার হুমকি না পেলে ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। ইসরাইলের হেইয়োম পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খুব কাছের লোক এই যুভাল বলেন, এখন আর আলোচনার সময় নেই। যেভাবে ইরান এগুচ্ছে তাতে আগামী ছয় মাসের মধ্যেই দেশটি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করবে। তিনি জানান, আমেরিকা এবং এর মিত্রশক্তিরা সন্দেহ করছে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা বললেও অস্ত্র তৈরির জন্যই কাজ করছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিগত চার বছর ধরে চলা আলোচনা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি নিজেদের পরমাণু সক্ষমতা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন এই ইহুদিবাদী মন্ত্রী। গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না। তিনি বলেন, তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সমঝোতা করার সব রকম এখতিয়ার তার রয়েছে। রয়টার্স জানায়, যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে আমেরিকা এবং ইসরাইল। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে নিজেদের পারমাণবিক মতা বাড়ায় ইরান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুই দফা এবং এবং জুন মাসে এক দফা উচ্চমতা সম্পন্ন সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু করে দেশটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button