গৃহবধূর একসঙ্গে ৪ সন্তান প্রসব
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার সকালে সন্তান চারটির জন্ম হয়। চার নবজাতকের মধ্যে একটি কন্যা ও তিনটি ছেলে। সুবর্ণা দত্ত নামের দরিদ্র এই মায়ের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায়। স্বাভাবিক প্রসবে জন্ম নেয়া এই চার নবজাতকরা সুস্থ আছে।
তবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন দরিদ্র পরিবারটির কর্তা। চার নবজাতকে বাবার নাম বিষ্ণু দত্ত। তিনি বলেন, ‘২৫ অক্টোবর সকালে প্রসব বেদনা উঠলে সুবর্ণাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ওই দিন সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে স্বাভাবিক প্রসবের মাধ্যমে চারটি শিশুর জন্ম হয়।’
বিষ্ণু দত্ত বলেন, ‘চার সন্তান ও তাদের মায়ের চিকিৎসা খরচ চালাতে বিপাকে পড়ছি আমি। প্রতিদিন চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে। যা জোগাড় করার সামর্থ্য আমার নেই।’ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার লক্ষ্মী রানী বলেন, ‘কোনও অস্ত্রপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় সফলভাবে চার সন্তানের জন্ম হয়। স্বাভাবিক ডেলিভারি হওয়ায় মা ও শিশুদের কোনো সমস্যা হয়নি।’