হিথরো এয়ারপোর্টে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন রামদেব

Devলন্ডনের হিথরো এয়ারপোর্টে কাস্টমস দফতেরর অফিসাররা ছয় ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর যোগগুরু বাবা রামদেবকে ছেড়ে দিয়েছেন। রামদেব যে কারণে লন্ডনে এসেছিলেন, তাতে তার বিজনেস ভিসার প্রয়োজন ছিল, কিন্তু তার বদলে যোগগুরু বাবা দেখান ভিজিটার ভিসা। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু কিছু মিডিয়ায় এমনও খবর রামদেবের কাছে থাকা বেশ কিছু ওষুধ সন্দেহজনক থাকায় পরীক্ষার জন্য বাবাকে আটকে রাখা হয়।
তবে যোগগুরুর তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এসবই তার বিরুদ্ধে চক্রান্ত আর এই চক্রান্তের নেতৃত্ব দিচ্ছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের বিরুদ্ধে সরব হওয়ায় তাকে হেনস্থা করা হলো বলে রামদেব জানান। ৬ ঘণ্টা আটকে থাকার পর রামদেবকে অবশ্য লন্ডনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তিনি পতঞ্জলী যোগপীঠের এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে এসেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button