মদ্যপান কমছে ব্রিটেনে
২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দশ হাজার মানুষের উপর মদ্যপান নিয়ে এক গবেষণা জরিপ পরিচালিত হয়েছে ব্রিটেনে। জরিপের ফলাফলে দেখা যায়, ব্রিটিশ তরুণ-তরুণীদের মধ্যে মদপানের প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০০৫ সালে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীরা বলেছিল তাদের পাঁচ জনের একজন মদপান করে। ২০১৫ সালে একই বয়সীরা বলেছে তাদের তিন-চতুর্থাংশ বলছে তারা মদপান করে না।
আর মদ খেয়ে মাতাল হাওয়ার হারও কমেছে অনেক। ২০০৫ সালে প্রায় ২৭ শতাংশ তরুণী- তরুণী মাতাল হলেও ২০১৫ সালে এই সংখ্যা কমে হয়েছে ১৮ শতাংশ। ২০০৫ সালের দিকে বিয়ার বা ওয়াইন না খেলে সামাজিকতা নষ্ট হচ্ছে বলে অনেক ব্রিটিশ তরুণ-তরুণী মনে করতো। পক্ষান্তরে ২০১৫ সালের দিকে মদপান না করে অনেক ব্রিটিশ তরুণ-তরুণী গর্ব করে।
উল্লেখ্য, অ্যালকোহল সেবনের ক্ষেত্রে কোনো মাত্রাই নিরাপদ নয় জানিয়ে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প পরিমাণ মদ্যপানেও স্বাস্থ্য ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।
গবেষকরা বলছেন, পরিমিত মদ্যপানে হৃদরোগের ঝুঁকি কমার সম্ভবনা থাকলেও এর ফলে ক্যান্সার এবং অন্যান্য রোগের ঝুঁকি এতটাই বেড়ে যায় যে আখেরে ক্ষতিটাই বড় হয়ে দাঁড়ায়।