সৌক হাবাশা: মহানবী (সাঃ) এর স্মৃতি বিজড়িত বাজার
নিজাম উদ্দীন সালেহ: মহানবী (সাঃ) -এর সময়ের একটি প্রাচীন ও ঐতিহাসিক বাজার আজো বিদ্যমান সৌদী আরবের আসির অঞ্চলের আল বারেক প্রদেশে।
নবুওত প্রাপ্তির পূর্বে মহানবী (সাঃ) খাদিজা (রাঃ) -এর জন্য ব্যবসা করতে যেতেন সৌক হাবাশা নামক ঐ বাজারে। এ কারণে বাজারটি পরিচিত ও প্রসিদ্ধ। এছাড়া বাজারটি সৌক আল আহাদ কিংবা রোববারী বাজার হিসেবে পরিচিত।
উল্লেখ্য, অন্যান্য আরব বাজারের মতো হাবাশা ছিলো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাণিজ্যিক কাফেলাগুলোর অবস্থানের জন্য হাবাশা ছিলো একটি নিরাপদ স্থান। এই বাজারে ছিলো বিভিন্ন গোত্র ও শ্রেণীর মানুষের পদচারণা।
এখানে লোকজন ব্যবসা, শালিসী, বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন প্রয়োজনে এসে জড়ো হতো। হাবাশা বাজারটি প্রাচীন ঐতিহ্যবাহী ইয়েমেন-মক্কা বাণিজ্যিক সড়ক ও অন্যান্য পার্শ্ববর্তী এলাকাসমূহের সড়কের মধ্যে অবস্থিত। বাজারটি স্বর্ণ, দস্তা, কোহল ছাড়াও শস্য, খেজুর ও চামড়ার ব্যবসায়ের জন্য বিখ্যাত ছিলো।
বর্তমানে প্রাক ইসলামী যুগের এই বাজারটির কিছু ধ্বংসাবশেষ বিদ্যমান এবং স্থানটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আজো সেই যুগের স্মৃতি বহন করে চলেছে।