সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই করবে ব্ল্যাকবেরি
প্রকট ব্যবসায়ীক মন্দাবস্থার চাপে পড়ে বিশ্বজুড়ে প্রায় সাড়ে চার হাজার কর্মী বা ৪০ শতাংশ লোকবল ছাঁটাই করবে কানাডাভিত্তিক বিশ্বখ্যাত মোবাইল প্রযুক্তি প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর তারা কমপক্ষে ৯৯৫ মিলিয়ন ডলার লোকসান দিয়েছে।
এই কর্মী ছাঁটাইয়ের সংবাদটি এমন এক সময়ে প্রকাশ পেল যখন আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটির দ্বিতীয় অর্ধবার্ষিক আয়ের রিপোর্ট প্রকাশ পেতে যাচ্ছে।
এদিকে এই ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ার রেটিং ১৭ শতাংশ পড়ে গেছে। গত আগস্ট মাসে কোম্পানিটি তাদের সম্ভাব্য বিক্রয়ের পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছিল।
এ বিষয়ে এক বিবৃতিতে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থরস্টেইন হেইনস বলেন, ‘আমরা খুব কঠিন কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়নের ঘোষণা দেব, যেন প্রতিযোগী কোম্পানি হিসেবে আবার দাঁড়াতে পারি এবং লাভজনকভাবে সামনে এগিয়ে যেতে পারি।’