আইরিশ সীমান্ত নিয়ে ব্রিটেন-ইইউ সমঝোতা
আইরিশ সীমান্ত নিয়ে লন্ডন ও ব্রাসেলসের একটি নতুন সমঝোতায় পৌঁছার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস। সংবাদপত্রটির প্রতিবেদন অনুসারে, নতুন সমঝোতার অংশ হিসেবে কঠোর আইরিশ সীমান্তের বদলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি অস্থায়ী শুল্ক ইউনিয়নে থাকবে ব্রিটেন। সংবাদপত্রটিকে দেয়া সূত্রের খবর অনুসারে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে ব্রাসেলসের কাছ থেকে ছাড় পেয়েছেন। ইইউ ব্রেক্সিট চুক্তিতে পুরো যুক্তরাজ্যকেই শুল্ক ইউনিয়নে রাখতে সম্মত হয়েছে। এ নতুন সমঝোতার ফলে আইরিশ সীমান্ত নিয়ে ইইউর ‘ব্যাকস্টপ’ প্রস্তাব এড়ানো সম্ভব হবে। উত্তর আয়ারল্যান্ডকে বাকি ব্রিটেন থেকে আলাদাভাবে দেখার প্রস্তাব ছিল সেখানে। পার্লামেন্টে চুক্তিটির পক্ষে যথেষ্ট ভোট পাওয়ার চেষ্টা করছেন মে।