‘নরম সুরে কথা বলা উচিৎ ছিলো’

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার উচিৎ ছিল সবার সঙ্গে নরম সুরে কথা বলা। গতকাল সোমবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার বৃহৎ প্রচারমাধ্যম ‘সিনক্লেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত দুই বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে থাকাকালীন অবস্থায় অনুশোচনা করার জন্য কোন বিষয় থাকলে সেটা হচ্ছে আমার কথার ধরণ। আমার উচিৎ ছিল সবার সঙ্গে নরম সুরে কথা বলা।

তিনি আরো বলেন, সবার সঙ্গে নরম সুরে কথা বলা উচিৎ ছিল কিন্তু আমার কোন উপায় ছিল না।

মধ্যবর্তী নির্বাচনের কারণে অনেক রাজনীতিবিদ অনেক ঝাঁঝালো বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমার সেটা পছন্দ না। আমার মনে হয় মধ্যবর্তী নির্বাচনের পর অনেক কিছু ঘটবে। কিন্তু এই মুহূর্তে তারা তাদের মত আছে এবং আমরা আমাদের মত, বলেন ট্রাম্প।

এছাড়া তিনি শরণার্থীদের ব্যাপারে বলেন, লাখো শরণার্থী আমাদের দেশের আইন ভাঙছে, আমাদের সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের দেশে আসতে হলে অবশ্যই বৈধভাবে আসতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button