ব্রিটিশ বাংলাদেশী আলতাব আলীর নামে লন্ডনের বাসস্টপ

বর্ণবাদী হামলায় নিহত বাংলাদেশি আলতাব আলীর নামে লন্ডনে একটি বাসস্টপের নামকরণ করা হয়েছে। পূর্ব লন্ডনে অবস্থিত আলতাব আলী পার্ক সংলগ্ন বাসস্টপেজটি এখন থেকে আলতাব আলী বাসস্টপ নামে পরিচিত হবে। এতদিন অ্যাডলার স্ট্রিট বাসস্টপ নামে পরিচিত ছিল এটি। এই নাম বদলে আলতাব আলী বাসস্টপ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) কর্তৃপক্ষ।

এর আগে গত আগস্টে লন্ডনের অ্যাসম্বলি মেম্বার উমেশ দেশাই ট্রান্সপোর্ট প্রধানদের এক সভায় এ নামকরণের প্রস্তাব তোলেন।
শনিবার উমেশ দেশাই বলেন, “ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে আলতাব আলীর অবদান কখনও ভোলার নয়।”

উল্লেখ্য, চল্লিশ বছর আগে ১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদীদের হাতে নির্মমভাবে প্রাণ হারান বাংলাদেশী যুবক আলতাব আলী। যে হত্যাকান্ডটি ছিলো পূর্ব লন্ডনে বর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বাঁক বদল, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক কাতারে নিয়ে এসেছিলো। ২৫ বছরের আলতাব আলী ছিলেন একজন টেক্সটাইল কর্মী, যিনি নিহত হওয়ার কিছুদিন আগে বাংলাদেশ থেকে ইংল্যান্ড এসেছিলেন। তিনি কাজ শেষে বাসায় ফেরার পথে ব্রিক লেনের সন্নিকটে হোয়াইটচ্যাপল রোডস্থ একটি পার্কে ছুরিকাঘাতে নিহত হন। পার্কটি তার নামে আলতাব আলী পার্ক হিসেবে পরবর্তীতে নামকরণ করা হয়। তাঁর এই মৃত্যুর ঘটনা টাওয়ার হ্যামলেটসের কমিউনিটিগুলোকে সেদিন ঘৃণা ও অসহনশীলতার বিরুদ্ধে সোচ্চার করেছিলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button