১০ লক্ষাধিক পাঠকের অনুদানে চলছে দ্য গার্ডিয়ান

গত তিন বছরে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পরিচালনা ব্যয় নির্বাহে পত্রিকাটির ১০ লক্ষাধিক গ্রাহক অনুদান প্রদান করেছেন। এদের মধ্য অন্তত পাঁচ লাখ মানুষ নিয়মিত অনুদান দিচ্ছেন। গত সোমবার গার্ডিয়ান নিউজের মিডিয়া এডিটর চীফ ক্যাথরিন ভাইনার এসব তথ্য জানিয়েছেন। সোমবার যুক্তরাজ্যের স্যালফোর্ডে আয়োজিত সম্পাদক সম্মেলনে যোগ দিয়ে ভাইনার বলেন, ‘গার্ডিয়ান সমাজে নতুন অর্থ এবং বিশ্বাস অর্জনে এর নিজস্ব আদর্শগত অবস্থান জোরদার করার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকে থাকতে বিশ্ব গণমাধ্যমকে নতুন পথের সন্ধান দিচ্ছে।’

গার্ডিয়ানের পাঠকদের অনুদান প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজে স্বচ্ছ এবং প্রগতিশীল সাংবাদিকতা ধরে রাখার প্রয়োজনীয়তা অনুধাবন করেই তারা মনে করেন গার্ডিয়ানকে তাদের অর্থনৈতিক সহযোগিতা করা প্রয়োজন ।’ এসময় ভাইন আরও বলেন, তবে অনেক পাঠকই বর্তমান যুগে একটি সংবাদপত্রের টিকে থাকার সংগ্রাম কতটা কঠিন তা বুঝতে অপারগ। তবে তাদের অনেকেই এখন তা অনুধাবন করতে পারছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button