ডিইউজে নির্বাচন : শিকদার-শহিদ পরিষদের নিরঙ্কুশ বিজয়

DUঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে শিকদার-শহিদ পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে ২০টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৯টি পদেই তারা জয়ী হয়েছেন। সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা অনুযায়ী জানা যায়, নির্বাচনে সভাপতি পদে কবি আব্দুল হাই শিকদার (আমার দেশ) ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলাহী নেওয়াজ খান সাজু (প্রাইম নিউজ) পেয়েছেন ৩৮৫ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান (দৈনিক আমার কাগজ) ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. শহিদুল ইসলাম (সংগ্রাম) পেয়েছেন ৩৩৬ ভোট। একই পদে খুরশিদ আলম (অর্থনীতি প্রতিদিন) পেয়েছেন ২৫৭ ভোট। এছাড়া অন্যান্য পদে বেশ ব্যবধানে শিকদার-শহিদ পরিষদের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হচ্ছেন তিন সহ-সভাপতি পদে যথাক্রমে আনওয়ারুল কবীর বুলু (দিনকাল), খন্দকার হাসনাত করিম (সরাসরি) ও সৈয়দ আলী আসফার (ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ন-সম্পাদক শাহীন হাসনাত (দিগন্ত টিভি), কোষাধ্যক্ষ এম এ নোমান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক, রফিক মুহাম্মদ (ইনকিলাব), প্রচার সম্পাদক আকন আব্দুল মান্নান (ইনকিলাব), ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মো: দিদারুল আলম (বাসস), জনকল্যাণ সম্পাদক আব্দুস সেলিম (দিনকাল), দফতর সম্পাদক শরীফ আব্দুল গোফরান (সংগ্রাম)। নির্বাচিত আট নির্বাহী পরিষদ সদস্য হলেন, আমিনুল এহসান চৌধুরী (প্রভাত), এরফানুল হক নাহিদ (আমার কাগজ), খন্দকার আলমগীর হোসেন (বণিকবার্তা), জাহিদুল ইসলাম রনি (রেডিও আমার), মীর আহাম্মদ মীরু (বর্তমান), মো. শাহজাহান সাজু (খবরপত্র), সালাহউদ্দিন মোহাম্মদ বাবর (যুগান্তর) ও শওকত রেজা (আলোকিত বাংলাদেশ)। প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভোট গ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় সন্ধ্যা সাতটায়। ১২৩০ জন ভোটারের মধ্যে ১০০৪ জন ভোট প্রদান করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিকদার-শহিদ ও সাজু-খুরশীদ প্যানেল। এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র হিসেবে জাহাঙ্গীর আলম প্রধান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button