মিশরে আমার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি : এরদোগান
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, মিশরের একমাত্র বৈধ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তুর্কি পত্রিকা টুডে’স জামান-কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন। এরদোগান বলেন, ‘বর্তমানে মিশরে আমার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। কারণ, তিনি জনগণের ভোটে নির্বাচিত।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি যদি আমরা এমন বিবেচনায় না নিই, তাহলে মিশরের জনগণকে উপেক্ষা করা হবে।’
মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। প্রতিবাদে তার সমর্থকরা টানা বিক্ষোভ অব্যাহত রেখেছে।
তুরস্কের ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী এরদোগানের সঙ্গে মিশরের ইসলামপন্থী ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত মুরসির উষ্ণ সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়।