জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র ক্রয় করে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করেন।

পরে দলীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি রবিউল আলম যশোর-৩, রেজাউল করিম তানসেন বগুড়া-৪, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন।

জাসদের সহ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন নির্বাচনী এলাকার জন্য ১৪১ জন দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। আগামীকাল ও পরশু দলীয় মনোনয়নপত্র বিক্রি চলবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

জাসদের পার্লামেন্টারি বোর্ড ১৫ নভেম্বর জাসদ মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহকালে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সংহত হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ নির্বাচন বানচালের যে কোনো উসকানি-ষড়যন্ত্র মোকাবেলা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button