মুজিবকোটের ইতিবৃত্ত: কুড়িয়ে পাওয়া তথ্য!
মঈনুদ্দীন খান তানভীর: হুজুররা অহরহ যে কটি পরেন সেটা আওয়ামী লীগের কেউ পরলেই হয়ে যায় মুজিব কোট! তাই এর ইতিবৃত্ত জানার কৌতুহল দানা বাধে মনে। কৌতুহল নিবৃত্তির একটা ক্লু পেয়েছি কিন্তু সেটা কতটা অথেন্টিক তা জানা সম্ভব হয়নি। ভিন্ন মতও হয়ত আছে। আপাতত যদ্দূর জানতে পেরেছি তা-ই শেয়ার করছি:
বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান পাঞ্জাবী-টুপি পরতেন, লম্বা দাড়িও ছিল তাঁর। এমন ছবি পত্রিকায় দেখেছি। তিঁনি নাকি ছিলেন আলেমভক্ত ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ। সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও শৈশব, কৈশোর কেটেছে পারিবারিক ধর্মীয় আবহে। পারিবারিক ঐতিহ্য হিসেবে বঙ্গবন্ধুও আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। ঘটনা পরম্পরা তা-ই প্রমাণ করে। আত্মীয়তা সূত্রে বঙ্গবন্ধুর দাদা ছিলেন মাওলানা শামছুল হক ফরিদপুরী (রাহমাতুল্লাহে আলাইহি) যিঁনি ‘সদর সাহেব হুজুর’ নামে প্রসিদ্ধ। তিঁনি যখন লালবাগ মাদ্রাসার মুহতামিম, তখন শেখ মুজিবুর রহমান ঢাকার রাজনীতিতে তরুণ নেতা। সদর সাহেবের সাথে তরুণ মুজিবের নানা-নাতীর শ্রদ্ধা মিশ্রিত মধুর সম্পর্ক বজায় ছিল। সপ্তাহে কয়েকবার দাদাকে দেখতে লালবাগে যেতেন। ফলে তৎকালীন ফরিদপুরী হুজুরের সমসাময়িক অনেক আলেমকে তিনি দাদাজি বলে সম্বোধনও করতেন। তাঁদের সাথেও নাকি সুগভীর এক সম্পর্ক গড়ে উঠেছিল শেখ মুজিবুর রহমানের।
আল্লামা শামছুল হক ফরিদপুরী সব সময় পাঞ্জাবীর উপরে কালো কটি বা হাতাবিহীন কোট পরতেন। একদিন লালবাগে হুজুরের কামরায় শেখ মুজিবুর রহমান বসা। কথাচ্ছলে মুজিব বললেন, “দাদা আপনার কোটটা আমার খুব ভাল লাগে।” সাথে সাথে সদর সাহেব হুজুর নিজের কালো কোটটি গা থেকে খুলে নাতি মুজিবকে দিয়ে বললেন, “নাতি গায়ে দাওতো দেখি, তোমাকে কেমন লাগে।” মুজিব কোটটি পরতেই সদর সাহেব হুজুর বললেন, “দারুণ লাগছেতো নেতাকে। এখন তোমাকে মনে হচ্ছে সত্যিকারের জাতীয় নেতা। ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। তুমি সব সময় এটা পরে মিটিং মিছিলে
যাবে।” সেই যে দাদা-হুজুরের কালো কোট শেখ মুজিবুর রহমান গায়ে পরেছিলেন (বরকতের জন্যই কিনা কে জানে), আমৃত্যু সেই কালো কোট ছিল তাঁর নিত্যসঙ্গী; প্রিয় পোশাক।
বিখ্যাত “মুজিবকোট” যে মূলত একজন মাওলানারই কোট ছিল- সেটা হয়ত অনেকেরই জানা নেই; আমিও জানতাম না। বঙ্গবন্ধুর শরীরে সারা জীবন জড়িয়ে ছিল এদেশের সর্বজন শ্রদ্ধেয় এক বুর্যুগ আলেমের ভালবাসা যা মনে করিয়ে দেয় তাঁর আলেমপ্রীতির ইতিহাস। কাজেই মুজিবকোটের ইতিহাস বঙ্গবন্ধুর আলেমপ্রীতিরই ইতিহাস।
______
হযরত ফরিদপুরী (র)-এর সান্নিধ্যে কিছুক্ষণ, মাওলানা শামসুল হক ফরিদপুরী (র) স্মারক গ্রন্থ, প্রকাশ ১৯৯৯ খ্রী.।
কে এই মাওলানা ৬ষ্ট পর্ব, তামিম রায়হান, আমারব্লগ, ১১ নভেম্বর ২০১২ খ্রী.।
তথ্য যাচাইয়ের সাধ থাকলেও সাধ্য আমার নেই। তাই যাচাই করা হয়নি। তাছাড়া এ বিষয়ে ভিন্নমতও হয়ত আছে। তবে আমার কাছে আপাতত এই মতটিই বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে।