জিপিএসের উপরই আর নির্ভর করতে হবে না
অবস্থান বলে দেবে কোয়ান্টাম কম্পাস
ব্রিটিশ বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পাস
অবস্থান জানার জন্য শুধুমাত্র গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের উপরই আর নির্ভর করতে হবে না । কারণ ব্রিটিশ বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পাস। স্বয়ংসম্পূর্ণ ডিভাইসটিও সঠিক অবস্থান বলে দিতে সক্ষম।
তাপনিরোধক ডিভাইসটি জিপিএস ছাড়াই কাজ করে। উপগ্রহের সিগন্যালের উপর নির্ভর না করায় কোনোকিছু প্রভাবিত করতেও পারে না।জিপিএস এক ধরনের একমুখী ব্যবস্থা। কারণ এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু উপগ্রহের পাঠানো সিগন্যাল গ্রহণ করতে পারে। তাই তা অবরুদ্ধ করা বা আটকানো সম্ভব।
কোয়ান্টাম কম্পাস তৈরিতে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রনালয়। তারা এটিকে বিশেষ করে পারমাণবিক সাবমেরিনে ব্যবহারের জন্য চিন্তা করছে।
ইমপেরিয়াল কলেজের সেন্টার ফর কোল্ড ম্যাটারের গবেষক জোসেফ কটার বলেন, কোয়ান্টাম অ্যাক্সিলেরোমিটার নামের নতুন সিস্টেমটি সম্পূর্ণরুপে স্বয়ংসম্পূর্ণ। যখন কেউ একটি বড় জাহাজ সঠিকভাবে পরিচালনা করবে তখন এটি বিশেষভাবে ভূমিকা রাখবে।চালকবিহীন কোনো গাড়ি দীর্ঘসময় চলাচল করার ক্ষেত্রেও ডিভাইসটি কাজে দিবে। অবস্থান জানতে অন্য কোনো সিগন্যাল পাঠানো কিংবা গ্রহণ করার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।মহাকাশের খারাপ অবস্থায় উপগ্রহগুলো অনেক সময় সিগন্যাল পাঠাতে সমস্যায় পড়তে পারে বা সিগন্যাল হারিয়ে ফেলারও আশঙ্কা থাকে।