হামাসের বিরুদ্ধে ব্যর্থ হয়ে ইসরাইলের যুদ্ধমন্ত্রীর পদত্যাগ
ফিলিস্তিনের হামাস যোদ্ধদের মোকাবেলায় ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান।
লিবারম্যান গাজায় হামলা অব্যাহত রাখতে চাইলেও প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা হামলার কারণে ইসরাইলের অবৈধ সরকার যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে।
লিবারম্যান পদত্যাগপত্র জমা দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। লিবারম্যানের পদত্যাগের কারণে সংসদ ভেঙে দেওয়া হতে পারে। এর ফলে ইসরাইলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসরাইলের হামলার মোকাবেলায় গত কয়েক দিনে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের পাল্টা হামলায় ইসরাইলের একটি সেনাবাহী বাস ধ্বংস হয়েছে এবং বেশ কয়েক জন ইহুদিবাদী প্রাণ হারিয়েছে। তারপর যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় রাজি হয় ইসরাইল।
হামাস এক বিবৃতিতে বলেছে, লিবারম্যানের পদত্যাগ তাদের জন্য বড় বিজয়। যতক্ষণ শত্রুরা যুদ্ধবিরতি মেনে চলবে ততক্ষণই কেবল পাল্টা হামলা বন্ধ থাকবে।