বিএনপির কঠোর আন্দোলন করার শক্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপির কঠোর আন্দোলন করার শক্তি নেই। আর যদি আন্দোলনের চেষ্টা করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পাগলা ঘোড়ার সব ইচ্ছা পূরণ হয় না। ইচ্ছা পূরণে শক্তির প্রয়োজন। ইচ্ছা পূরণে যে শক্তি ও সামর্থ প্রয়োজন, তা বর্তমানে বিরোধী দলের নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে তিনি বলেন, দু’একটি ঘটনা ঘটলেও তা বিচ্ছিন্ন। আসন্ন দুর্গাপূজা উপল্েয যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।