ব্রিটেনেই থাকবে ‘ট্রাম্পেটার্স’
ছোট্ট একটা ছবি। দাম পাঁচ কোটি টাকারও বেশি। অষ্টাদশ দশকের ভারতীয় শিল্পী নয়নসুখের আঁকা সেই ‘মিনিয়েচার’ দেশের বাইরে বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। ব্রিটেনের শিল্পমন্ত্রী মাইকেল এলিস জানান, ভারতীয় শিল্পের উপর পাশ্চাত্য শিল্পরীতির প্রভাব বুঝতে নয়নসুখের ছবির গুরুত্ব অপরিসীম। তাই তাঁরা চান, কোনও ব্রিটিশ সংগ্রহশালা ছবিটিকে কিনে নিয়ে সংরক্ষণ করুক। ‘ট্রাম্পেটার্স’ (তূর্যবাদকের দল) নামের জলরঙে আঁকা এই ছবিটির মাপ মাত্র ৬.৭৫ X ৯.২৫ ইঞ্চি। পাহাড়ি শিল্পশৈলির ছবিটি আঁকা হয়েছিল ১৭৩৫ থেকে ’৪০-এর মধ্যে।