গ্রেফতার ৭০
লন্ডনে পরিবেশবাদী আন্দোলনকারীদের অবস্থান
লন্ডনের টেমস নদী জুড়ে ৫টি সেতু অবরোধ করে বিক্ষোভ করে পরিবেশবাদী আন্দোলনকারীরা। গত শনিবার এ ঘটনায় ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
‘এক্সটিনকশন রেবেলিয়ন’ নামের এই আন্দোলনের সংগঠকরা বলছেন, তারা ২০২৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনকে ধীরভাবে এবং গ্রিনহাউস গ্যাস নির্মূলে বৃহত্তর পদক্ষেপ নেয়ার জন্য ব্রিটেন সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চেয়েছি। আন্দোলনকারীরা ব্রিটেনের পার্লামেন্টের কাছে ওয়েস্টমিস্টার ব্রিজে কয়েক ঘণ্টা অবস্থান করে। এর ফলে আরো চারটি ব্রিজে ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় তাদের হাতে ‘জলবায়ু পরিবর্তন রোধ করুন’, ‘জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমান’ ইত্যাদি বার্তা লেখা ব্যানার দেখা যায়।
আয়োজকরা জানায়, এ অন্দোলনে ৬ হাজারের বেশি বিক্ষোভকারী রয়েছেন। ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে ব্রিটেনে গ্রিন হাউজ গ্যাস নির্গমন হার ৪০ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে ব্রিটেন সরকার ২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে।