আমাকে সরালেও বেক্সিট সহজ হবে না: থেরেসা মে
তাকে সরিয়ে দিলেও বেক্সিট চুক্তি করা সহজ হবে না বলে সমালোচকদের সতকর্ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রোবার ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ‘স্কাই নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এ ছাড়া আগামী সপ্তাহ যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য সবচেয়ে ‘সন্কট পূর্ণ’ সময় বলেও মন্তব্য করেছেন তিনি।
থেরেসা বলেন, তিনি একটি কঠিন সপ্তাহ পার করেছেন, তবে তার জন্য তিনি বিভ্রান্ত নন। তিনি বলেন, ‘রাজনীতি একটি কঠিন কাজ আর আমি দীঘির্দন ধরে এটা করে আসছি’। তিনি পরবর্তী সাত দিনকে যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য ‘সন্কট পূর্ণ’ বলে মন্তব্য করেন।
গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে খসড়া পরিকল্পনা প্রকাশ করার পর থেকেই নিজ দলেরই কয়েকজন এমপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আহবান জানিয়েছেন। আর বিরোধী দল লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন, তার দল বেক্সিট ইস্যুতে আরও ভালো চুক্তি করতে পারবে।