নাইরোবিতে বাংলাদেশিরা নিরাপদ
নাইরোবিতে বাংলাদেশি নাগরিকেরা নিরাপদ রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। শনিবার সন্ত্রাসী হামলায় কেনিয়ার রাজধানীতে অন্তত ৫৯ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়। একটি বিপনী কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা চালায়। সেখানে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। তাদেরকে মুক্ত করার জন্য সশস্ত্র বাহিনীর অভিযান চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটারনাল পাবলিসিটি বিভাগের মহাপরিচালক এম শামীম আহসানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ‘নাইরোবিতে আমাদের দূতাবাস জানিয়েছে যে ওয়েস্টগেট শপিং সেন্টারের হামলায় বাংলাদেশের কোনো নাগরিক আক্রান্ত হয়নি।’ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে কেনিয়ায় প্রায় ১৫০ জন বাংলাদেশি বাস করছেন। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জো লেনকু জানিয়েছেন, আল শাবাব জঙ্গিদের হামলার পর ওয়েস্টগেট সেন্টার থেকে প্রায় এক হাজার লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এখনো সেখানে কতজন আটকা পড়ে আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দেশের তিন নাগরিক রয়েছেন। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি যেসব লোক নিহত হয়েছে, তাদের মধ্যে ফরাসি, চীনা, ঘানা ও কানাডীয় লোক রয়েছেন।