৬ আসনে ইভিএম: ইসি সচিব
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টি পূর্ণ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
শনিবার আগরগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম ব্যবহার বিষয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, ২৮ নভেম্বর ওই ৬ আসনের নাম জানানো হবে।
তিনি বলেন, দৈবচয়নে আসনগুলো বাছাই করা হবে। আর আসনগুলো হবে সারাদেশের শহর এলাকায়। যেহেতু আসন নির্ধারণ করা হয়নি তাই গড়ে দেড়শটি করে কেন্দ্র ধরে নিলে মোট ৯শ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হতে পারে বলে জানান সচিব।