বিটকয়েনের দাম কমে পাঁচ হাজার ডলারের নিচে
২০১৭ সালের অক্টোবরের পর এ প্রথম প্রতি বিটকয়েনের দাম পাঁচ হাজার ডলারের নিচে নেমে এসেছে। এর ফলে পুরো বিটকয়েন বাজারের মূল্য ৮৭০০ কোটি ডলারের নিচে চলে এসেছে। ১৫ নভেম্বর বৃহস্পতিবার ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন-এরই শাখা বিটকয়েন ক্যাশ দুটি আলাদা ক্রিপ্টোকারেন্সিতে ভাগ হয়ে গিয়েছে। বর্তমানে এ দুটি পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় আছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
ক্রিপ্টোকারেন্সি বাজারকে টালমাটাল করে দেয়ার জন্য অন্য আরও সমস্যার সঙ্গে এ দুই ভাগ হয়ে যাওয়াকে দায়ী করছেন কোনো কোনো পর্যবেক্ষক। বিটকয়েন বিনিময় সেবাদাতা প্রতিষ্ঠান ক্র্যাকেন-এর ব্লগপোস্টে বলা হয়, বিটকয়েন ক্যাশের দুই নতুন ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েন এসভি-কে ‘একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ’ হিসেবে দেখা গিয়েছে।’ দাম উত্থান-পতন নিয়ে বিটকয়েনের কুখ্যাতি রয়েছে। ২০১৭ সালের নভেম্বরে এ ভার্চুয়াল মুদ্রার দাম ইতিহাসের সর্বোচ্চ হয়েছিল। সে সময় এক বিটকয়েনের দাম হয় ১৯,৭৮৩ ডলার। সে হিসেবে এক বছরের মধ্যে ভার্চুয়াল মুদ্রাটির দাম পড়ে গেল প্রায় ৭৫ শতাংশ।