প্রদেশিক নির্বাচনে তামিল জোটের জয়

Srilankaশ্রীলংকার উত্তরাঞ্চলীয় প্রদেশিক কাউন্সিল নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ)। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে টিএনএ ৩৮টি আসনের মধ্যে ৩০টি আসনে জয়লাভ করেছে। ক্ষমতাসীন ইউনাইটেড ফ্রিডম ফ্রন্ট (ইউপিএফএ) জয়লাভ করেছে সাতটি আসনে। আর শ্রীলংকা মুসলিম কংগ্রেস (এসএলএমসি) জয়লাভ করেছে মাত্র একটি আসনে। টিএনএ এমপি এবং মুখপাত্র সুরেশ প্রেমাচন্দ্রন বলেছেন, আমরা নিরঙ্কুশ জয় পেয়েছি। এতে প্রমাণিত হয় জনগণ আসলেই আমাদের সঙ্গে আছেন। ভোটের মাধ্যমে এটাই তাদের স্পষ্ট বার্তা। এ বিষয়টি এবার শ্রীলংকা সরকার, ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে। তিনি বলেন, আমাদের ওপর সামরিক বাহিনীর চাপ, সামরিক বাহিনীর ক্ষমতাসীন জোটের জন্য কাজ করা সত্ত্বেও জনগণ টিএনএ’কে জোরালোভাবে সমর্থন দিয়েছেন। আরেক টিএনএ এমপি সুমান্থিরান বলেছেন, সেনাবাহিনীর সরব উপস্থিতি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং আমাদের প্রার্থীদের ওপর হামলা সত্ত্বেও নির্বাচনে আমাদের মহাবিজয় এসেছে। এজন্য আমরা তামিল জনগণের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button