‘সউদী ছাড়া ইসরাইল বিপদে’
মধ্যপ্রাচ্যে ইসরাইলের স্বার্থে সউদী আরবের সঙ্গে জোট খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাংকসগিভিং ডেতে সামরিক সদস্যদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি ইসরাইলের দিকে তাকান। সউদী আরব ছাড়া ইসলাইল ব্যাপক বিপদের মধ্যে রয়েছে। তিনি বলেন, তার মানে কী দাঁড়ায়? ইসরাইল ত্যাগ করতে যাচ্ছি?
খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমানের ভূমিকা নিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিবেদনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, সউদী আরবের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আমাদের একটা মিত্র রয়েছে, যেটি বলছে, তাদের শীর্ষ পর্যায়ের সিংহাসনের উত্তরসূরি ও বাদশাহ এটা করেনি। তারা নৃশংসতা চালায়নি।