ব্রিটেনে ৪ অবৈধ বাংলাদেশী কর্মী আটক
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিভাগের এক অভিযানে ৪ অবৈধ বাংলাদেশী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যবেক্ষণ দলটি বুধবার গোপন তথ্যের ভিত্তিতে গ্রাফটন গেটে অবস্থিত সিল্ক রোড রেস্টুরেন্ট এন্ড বার-এ অভিযান চালায়। আটককৃত ৪ জনের মধ্যে একজনের বয়স ২৫ যে তার ভিসার মেয়াদ অতিক্রম হয়ে যাওয়ার পরও ইউকেতে অবৈধভাবে অবস্থান করছিল। ২৭ ও ৪০ বছর বয়সী অপর দুইজন বৃটেনে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। ২৯ বছর বয়সী অপর বাংলাদেশী তার ভিসার শর্তাবলী লঙ্ঘন করে কাজ করছিল বলে জানা গেছে। ভিসার মেয়াদ অতিক্রম হয়ে যাওয়া ৩৮ বছর বয়সী অন্য আরেক কর্মীকে পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। ২৭ ও ২৯ বছর বয়সী দু’জনকে দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত অভিবাসন কেন্দ্রে আটক রাখার আদেশ দেয়া হয়েছে। বাকি দু’জন তাদের মামলা প্রক্রিয়াধীন থাকার সময় পর্যন্ত অভিবাসন জামিনে থাকবে। বৃটেনে অবস্থান করার কোন যৌক্তিক কারণ দেখাতে না পারলে তাদেরকেও দেশে ফেরত পাঠানো হবে। প্রতি অবৈধ কর্মীর জন্য ওই রেস্টুরেন্টকে ১০০০০ পাউন্ড জরিমানা গুনতে হবে। সবমিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়াবে ৫০,০০০ পাউন্ড।