বার্কলেস ব্যাংক থেকে অর্থ চুরির দায়ে গ্রেপ্তার আট
ব্রিটেনের বার্কলেস ব্যাংক থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অর্থ চুরির দায়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, একটি চক্র ব্যাংকের কম্পিউটারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ১৩ লাখ পাউন্ড লুট করেছে। কিছুদিন আগেই ঘটে যাওয়া স্যানট্যান্ডার ব্যাংকের অপরাধীদের ধরতে যে পুলিশের দলটি কাজ করেছিল, ওই দলটিই বার্কলেস ব্যাংকের চুরির বিষয়টি তদন্ত করছে। ব্যাংকটির কম্পিউটারগুলোর সঙ্গে কেভিএম (কিবোর্ড ভিডিও মাউস) সুইচের মতো একটি যন্ত্র সংযুক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ব্যাংকের শাখা থেকে উত্তর লন্ডনের সুইস কটেজে অর্থ পাঠানো হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে নগদ অর্থ, গহনা, মাদকদ্রব্য এবং ক্রেডিট কার্ড জব্দ করেছে পুলিশ। বার্কলেস ব্যাংকও তাদের বেশকিছু অর্থ পূণরুদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ কর্মকর্তা টেরি উইলসন জানিয়েছেন, এটি খুবই উচ্চস্তরের একটি অপরাধী চক্র। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব থাকে এবং তারা তা পালন করে।
অপরাধীদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ৪৭ বছরের মধ্যে। বৃহস্পতি এবং শুক্রবার এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।