স্কটল্যান্ডে জন্মাচ্ছে মাদকাসক্ত শিশু
স্কটল্যান্ডে মাদকাসক্ত শিশু জন্মাচ্ছে। মায়েদের মাদক সেবনের ফলেই এই প্রবণতা বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বোর্ড। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০টি মাদকাসক্ত শিশু জন্মেছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্কটল্যান্ডের গ্রেটার গ্লাসগো ও ক্লাইড এলাকায় বিশেষ করে এই সমস্যা তীব্রতর হচ্ছে।
তিন বছরে এই দুটি এলাকায় ১৭৮টি এমন ঘটনা ঘটেছে। স্বাস্থ্য বোর্ডের তথ্য অনুসারে, এই তিন বছরে ৫৮৪টি নবজাতকের মধ্যে নিউওনাটাল অ্যাবস্টিনেন্স সিন্ড্রোম (এনএএস) দেখা গেছে। -বিবিসি