ব্রেক্সিটে আর্থিক ক্ষতির মুখে পড়বে ব্রিটেন
ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে গরীব হবে ব্রিটেন। সরকারি এক বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যে কোনোভাবেই ব্রেক্সিট চুক্তি করা হোক না কেন আর্থিক ক্ষতির মুখে পড়বে ব্রিটেন।
কর্মকর্তারা বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যেভাবে ব্রেক্সিট চুক্তির পরিকল্পনা করছেন তা বাস্তবায়িত হলে ১৫ বছর পর ব্রিটেনের জিডিপি ৩ দশমিক ৯ ভাগ কমে যাবে। কিন্তু ব্রেক্সিট না হলেও ক্ষতির মুখে পড়বে যুক্তরাজ্য। চ্যান্সেলর তথা অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ব্রেক্সিট কেবল অর্থনীতির ওপরই প্রভাব ফেলবে না, রাজনৈতিকভাবেও কেউ লাভবান এবং কেউ ক্ষতির শিকার হবেন।
কী পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে কর্মকর্তারা সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ৩ দশমিক ৯ ভাগ জিডিপি হিসাব করলে বছরে ১০০ বিলিয়ন পাউন্ড হয়। ৮৩ পৃষ্ঠার নথিতে থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।