ইসলাম গ্রহণ করে রানী হলেন ‘মিস মস্কো’
ইসলাম ধর্ম গ্রহণ করে মালয়েশিয়ার রাজাকে বিয়ে করার পর রানীর আসন পেলেন রাশিয়ার সাবেক মডেল ও ‘মিস মস্কো’ ওকসানা ভয়েভোদানা। তিনি তার বর্তমান স্বামীর চেয়ে ২৪ থেকে ২৫ বছরের ছোট। গত সপ্তাহে মস্কোয়ের সবচেয়ে ব্যয়বহুল শহর ‘বারভিয়া’ তে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার কেলান্তান অঞ্চলের রাজা সুলতান মুহাম্মদকে বিয়ে করেন ওই মডেল। ফলে অঞ্চলটির রানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। বিয়ের আগে নাম পরিবর্তন করে রিহানা রাখেন।
বিয়ের সময় ৪৯ বছর বয়সী ওই রাজা দেশটির জাতীয় পোশাক পরেন। অন্যদিকে একটি গাউন পরেন মডেল। তাদের বিয়ে অনুষ্ঠান অ্যালকোহলমুক্ত ছিল এবং সেখানে সম্পূর্ণ হালাল খাবার খাওয়ানো হয়েছে।
ওকসানা বলেন, আমি মনে করি পুরুষ একটি পরিবারের প্রধান হওয়া উচিৎ। আর অবশ্যই সেই পুরুষের আয় কোনও নারীর চেয়ে সবচেয়ে বেশি হওয়া উচিৎ।
২০১৫ সালে ‘মিস মস্কো’ প্রতিযোগিতার বিজয়ী হন ওকসানা ভয়েভোদানা। তবে কীভাবে মালয়েশিয়ার রাজার সঙ্গে এই সুন্দরীর পরিচয় হয়েছে তা জানা যায়নি।