মুসলিমরা জার্মানির একটি অংশ

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমানদের নিয়ে মত পাল্টালেন

চলতি বছরের মার্চে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছিলেন ‘ইসলাম জার্মানির অংশ নয়।’ ‘বিল্ড’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে নিজের ওই বক্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেই সেহোফারই বার্লিনে ইসলাম বিষয়ক একটি সম্মেলনের উদ্বোধন করলেন তিনি। শুধু উদ্বোধনই করলেন না বললেন, মুসলমানরা জার্মানির একটি অংশ।

গেল বুধবার ‘জার্মান ইসলাম কনফারেন্স’ বা ডিআইকের উদ্বোধন করতে গিয়ে সেহোফার বলেন, ‘এই দেশের অন্য নাগরিকদের মতো মুসলমানদেরও সমান অধিকার ও দায়িত্ব আছে। এ ব্যাপারে কোনো যৌক্তিক সন্দেহ থাকতে পারে না।’ জার্মানির মসজিদগুলোকে বিদেশি অর্থ সহায়তার ওপর নির্ভরতা কমানোরও আহ্বান জানান তিনি। এক্ষেত্রে মুসলমানদের জার্মান সমাজে একীভূত করতে সরকারের যেসব প্রকল্প আছে সেগুলোতে অর্থ সহায়তা বাড়ানো হবে বলেও জানান সেহোফার।

উল্লেখ্য, জার্মানির বেশিরভাগ মসজিদ তুরস্ক কিংবা সউদী আরবের মতো দেশের অর্থ সহায়তায় চলে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সা¤প্রতিক সময়ে জার্মানিতে সমালোচনার মুখে পড়েছে ডিটিব। সে কারণে মসজিদগুলোর ওপর বিদেশি নিয়ন্ত্রণ কমানোর বিষয়টি এখন আলোচিত হচ্ছে। ডিআইকেতে সাধারণত ইসলামি সংগঠনের নেতারা অংশ নিলেও এবার অন্যদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেহোফার। বর্তমানে জার্মানিতে প্রায় ৪৫ লাখ মুসলমান বাস করছেন। -ডয়েচে ভেলে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button