আরব বিশ্বে ধনবানদের শীর্ষে সৌদি
২০১৩ সালে আরব বিশ্বের ধনবানদের তালিকায় সৌদি আরব শীর্ষে। এ দেশে সর্ব্বোচ্চ এক হাজার তিনশত ষাট জন বিলিয়নার আছেন। যাদের সম্পদের পরিমাণ দুইশত পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার। তাদের মধ্যে দুইশত চার বিলিয়ন মার্কিন ডলারের মালিক ৬৪ জন সৌদি নাগরিক।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদেশে এক হাজার পঞ্চাশ জন বিলিয়নার আছেন, যাদের সম্পদের পরিমাণ একশত নব্বই বিলিয়ন মার্কিন ডলার।
তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত, আটশত পয়তাল্লিশ জন বিলিয়নার। তাদের সম্পদের পরিমাণ একশত পয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার।
আরব বিশ্বে প্রায় পাঁচ হাজার ৩শ’ জন ধনী রয়েছেন। তাদের মোট অর্থের পরিমাণ আটশ’ আশি বিলিয়ন মার্কিন ডলার।
ওয়েল্থ এবং এবং ইউবিএস ওয়ার্ল্ড আল্ট্রা ওয়েল্থ বিশ্বের ধনীদের তালিকা এবং সম্পদের এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আগের বছরের তুলনায় ধনীদের হার ৬% বৃদ্ধি পেয়েছে। সারাবিশ্বে সর্ব্বোচ্চ দুই হাজার জনের সম্পদের পরিমাণ ৬.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। গত ১২ মাসে এশিয়ার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পদ দ্রুততর বৃদ্ধি পেলেও আগামী ৫ বছরে এশিয়া অনেক অগ্রগামী হবে।