শক্তিশালী পাসপোর্টের ১ম স্থান দখল করল আমিরাত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নাগরিকরা ১৬৭টি দেশে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পায় যা বিশ্বে সর্বোচ্চ। শক্তিশালী পাসপোর্ট গবেষণা ও র‌্যাকিংয়ের প্রতিষ্ঠান ‘পাসপোর্ট ইনডেক্সের’ নতুন তালিকায় ১নং অবস্থান দখল করল আমিরাত।

ভিসামুক্ত প্রবেশের সুবিধা অনুযায়ী পাসপোর্ট ইনডেক্সের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, কোনো ব্যক্তির কাছে যদি সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট থাকে তাহলে বিশ্বের ১১৩ টি দেশে যেতে সেই ব্যক্তির কোনো ভিসাই লাগবে না। আর ৫৪টি দেশে যেতে প্রয়োজন পড়বে অন অ্যারাইভাল ভিসার। নতুন তালিকায় ৪৩টি দেশে প্রবেশ সুবিধা নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৬তম।

গত ১ ডিসেম্বর দেশটির জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, ‘এই অর্জন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা শেখ জায়েদের যোগ্য উত্তরাধিকারীদের। আর এটা প্রমাণ করে যে, আমিরাত বিশ্ব পর্যায়ে কতটা গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button