কেমডেন বিশ্বনাথবাসীদের সভা অনুষ্ঠিত
লন্ডনের কেমডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথ এলাকার প্রবাসীদের মধ্যে একে অপরের সাথে জানা শুনা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করনের লক্ষ্যে গত ২০ নভেম্বর দি থানেট হল, কুইন্স ক্রিসেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়l
মুহিব উদ্দিন চৌধুরীর উদ্যোগে ও মোহাম্মদ জুনাব আলীর আন্তরিক সহযোগীতায় অত্যান্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন আনর আলী, মোহাম্মদ দৌলত হোসেন, ময়না মিয়া (আব্দুল করিম), আব্দুন নূর রামধানা, মাসুক আলী, আলকাছ আলী,নূর আলী, হাফিজুর রহমান, মুহাম্মদ ছালিকুর রহমান, আরশ আলী, আব্দুন নূর পৌদনাপুর, মারুফ আলীl
আলোচনা বৈঠকে আসা সবাই একে অন্যের চেহারার সাথে দীর্ঘ দিনের পরিচয় এবং একই এলাকায় বসবাস, কিন্তু সবার বাড়ি যে একই এলাকায় বিশ্বনাথে জেনে বিস্মিত ও একই সাথে আনন্দিত হন।
সভায় একে অন্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রাখতে একমত পোষণ করেনl এবং ডিসেম্বরে পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।