বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দলও পাঠাবে দেশটি। সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাক্ষাৎ করে এই তথ্য জানান।

প্রসঙ্গত, মিলার গত ১৮ নভেম্বর ঢাকা পৌঁছানোর পর গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলারের বৈঠকে বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায়।

এ প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ওয়াশিংটন। এই নির্বাচনে তারা ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। এছাড়া স্থানীয় যুক্তরাষ্ট্রের মিশনের ৮ থেকে ১০টি টিম ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করবে।’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে রোহিঙ্গা বিষয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে মিলার জানান, তিনি আগামীকাল মঙ্গলবার কক্সবাজার পরিদর্শন করবেন।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘মিলার তার পূর্বসুরি বার্নিকাটের ওপর হামলার ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন।’

উল্লেখ্য, গত আগস্টে মোহাম্মাদপুরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্নিকাটের গাড়ি বহর হামলার শিকার হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button