জোটবদ্ধভাবে ২২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ধানের শীষ প্রতীকে ২৫টি আসনে মনোনয়ন জমা দিলেও গতকাল রোববার প্রত্যাহারের শেষ দিনে ২২টিতে চূড়ান্ত মনোনয়ন পায় জামায়াতের প্রার্থীরা।
যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন: ঠাকুরগাঁও-২ জামায়াতের জেলা আমীর মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ জেলা জামায়াত নেতা মো. হানিফ, দিনাজপুর-৬ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ বীর মুক্তিযোদ্ধা ও জেলা জামায়াতের নায়েবে আমীর মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মো. আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পাবনা-৫ জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, ঝিনাইদহ-৩ জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ জেলা জামায়াত নায়েবে আমীর আবদুল ওয়াদুদ, বাগেটহাট-৪ জেলা জামায়াত নেতা আবদুল আলিম, খুলনা-৫ কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ খুলনা মহানগর জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-২ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, ঢাকা-১৫ জামায়াতের সেক্রেটারি জেনারেল জেনারেল ডা. শফিকুর রহমান, কুমিল্লা-১১ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, রংপুর-৫ জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রাব্বানী।