রাশিয়ায় ফের কুরআনের অনুবাদ নিষিদ্ধ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী সংক্রান্ত কিছু বই এবং কিছু সংখ্যক হাদিস সংগ্রহ বিতর্কিতভাবে নিষিদ্ধের এক বছর পর রাশিয়ার একটি আদালত পবিত্র কুরআনের একটি অনুবাদ ধ্বংসের নির্দেশ দিয়ে রুশ মুসলমানদের মধ্যে উওেজনা ছড়িয়ে দিয়েছে।
রাশিয়ান কাউন্সিল অব মুফতির উপ-প্রধান, ক্রেমলিনের সাথে ঘনিষ্ঠ রুশান আব্বাসভ গত শনিবার রযটার্সকে জানিয়েছেন, রুশ মুসলমানরা এধরনের ঘৃণ্য সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে।
ইসলামী চিন্তাবিদদের আশংকা এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে শুধুমাত্র রাশিয়ায় নয় সারা দুনিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়বে। আমরা এ ঘৃণ্য কাজের তীব্র বিরোধিতা করছি ।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর নভোরসিসকের একটি আদালত গত মঙ্গলবার আজেরীর ধর্ম বিশেষজ্ঞ এলমির কুলিয়েভ কর্তৃক অনুদিত পবিত্র কুরানের অনুবাদ নিষিদ্ধ ঘোষণা করা হয়, এই গ্রন্থটি ব্যাপকভাবে পঠিত।
আদালত জানিয়েছে, পবিত্র কুরআনের ওই অনুবাদ রাশিয়ার চরমপন্থা বিরোধী আইনের পরিপন্থী।
বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ওই আইনের অপব্যবহার করছে । ২০০২ সাল থেকে রাশিয়ায় চরমপন্থা বিরোধী আইন বলবত রয়েছে। মানবাধিকার কর্মীদের মতে ওই আইনের কিছু অংশ জার্মানীর নাতসিবাদী নেতা হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের ডায়েরী এবং হিটলারের মেইন ক্যাম্ফের আধুনিক সংস্করণ।