মিয়ানমারে কারাবন্দি ২ সাংবাদিক পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ড
বার্তা সংস্থা রয়টার্সের কারাবন্দি দুই সাংবাদিক ওয়া লোন ও কাইওয়া সোয়ে ও এবার ব্রিটিশ সরকারের দেয়া ‘ব্রিটিশ জার্নালিজম এওয়ার্ড’ জিতেছেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা নিয়ে অনুসন্ধানী রিপোর্টের কারণে কর্তৃপক্ষ তাদেরকে জেল দিয়েছে। ওই দুই সাংবাদিককে জেল দেয়ার এক বছর স্মরণে লন্ডনে এক অনুষ্ঠানে তাদেরকে এ সম্মান দেয়া হয়। বৃটেনের ফরেন অ্যাফেয়ার্স জার্নালিজম ক্যাটাগরি ও ইনভেস্টিগেশন অব দ্য ইয়ার- গ্লোবাল ফর ম্যাসাকার ইন মিয়ানমার- এ বিষয়ে তারা ওই সম্মাননা পান।
বৃটিশ জার্নালিস্ট এওয়ার্ডস বিচারকরা বলেন, তাদের ওই অনুসন্ধান ছিল টপ ক্লাস। খুঁটিয়ে খুঁটিয়ে গবেষণা করা হয়েছে তা নিয়ে। আমরা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার বহু রিপোর্ট দেখেছি। কিন্তু তারা যেটা করেছেন তা, তা থেকে অনেক বেশি।