সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আহত ১০
সিলেট নগরীর বন্দরবাজারে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক এসআইসহ অন্তত: ১০ জন আহত হয়েছেন। এ সময় জামায়াত শিবির কর্মীরা ঐ পুলিশ কর্মকর্তার একটি মোটর সাইকেল, সিলেট সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী একটি ট্রাকসহ ১০টি গাড়ী ভাংচুর করেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বন্দরবাজার এলাকায় আবু তুরাব মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে সিলেট মহানগর জামায়াত। এ সময় বন্দরবাজার পয়েন্টে অবস্থানরত ৭/৮ জন পুলিশ মিছিলটির গতিরোধ করার চেষ্টা করে। ফলে মিছিলকারীদের সাথে পুলিশ সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এ সময় শাহপরাণ থানার সাব ইন্সপেক্টর হুমায়ুন কবীর তার ব্যক্তিগত মোটর সাইকেলযোগে টিলাগড় অভিমুখে যাচ্ছিলেন। এ সময় তিনি করিম উলাহ মার্কেটের সামনে জামায়াত-শিবির কর্মীদের হামলার মুখে পড়েন । হামলারকারীরা তাকে মারধর করে ও মোটর সাইকেলটি গুড়িয়ে দেয়। এ সময় বন্দরবাজার দিয়ে অতিক্রমকারীরা জনসাধারণের কয়েকটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার গাস ভাংচুর করে জামায়াত শিবির কর্মীরা। এছাড়া, সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী একটি ট্রাকের গাস ভেঙ্গে ফেলে জামায়াত শিবির কর্মীরা। খবর পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলেও ততণে স্থান ত্যাগ করে জামায়াত শিবির কর্মীরা। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্য এসআই ইমরোজ তারেক জানান, যারা পুলিশের উপর হামলা চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসআই তারেক আরো জানান, হামলায় এসআই হুমায়ুন কবীরসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে, জামায়াতের সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারী ফখরুল ইসলাম জানান, বন্দরবাজারে অবস্থানরত কয়েক জন পুলিশ কনস্টেবল বিনা উস্কানীতে তাদের মিছিলে হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে জামায়াতের ৪ কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।