নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শমসের মবিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শমসের মুবিন চৌধুরী। তিনি সিলেট-৬ আসন থেকে বিকল্পধারার মনোনীত প্রার্থী ছিলেন। শমসের মুবিন মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে বিকল্পধারার প্রার্থী হয়েছিলেন। দলের প্রতীক কুলা নিয়ে ছিলেন নির্বাচনী মাঠে।
এ আসনে মহাজোট থেকে প্রার্থী দেওয়া হয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। শমসের মুবিন প্রার্থী হওয়ায় দু’জনের মধ্যে চলছিল টানাপোড়েন। অবশেষে নুরুল ইসলাম নাহিদকে সমর্থন জানিয়ে সরে গেলেন মুবিন।
রবিবার সন্ধ্যায় শমসের মবিন গণমাধ্যমকে বলেন, আমি মনোনয়ন প্রত্যাহারপত্র সোমবার নির্বাচন কমিশনে জমা দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে কী কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা দলের সিদ্ধান্ত। তাই মনোনয়নপত্র প্রত্যাহারের নিদ্ধান্ত নিয়েছি।