চুক্তি ছাড়াই ব্রেক্সিট প্রস্তুতি ব্রিটিশ মন্ত্রিসভায়
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির ভাগ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ব্রেক্সিটের জন্য জোর প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার এক বৈঠকে মন্ত্রীরা এ সিদ্ধান্ত নেন। তারা চান সরকারের সব বিভাগই যেন এই চুক্তি-বিহীন ব্রেক্সিট পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়ন করে। চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে সেক্ষেত্রে সীমান্ত, নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে সৃষ্ট যে কোনো সংকট মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখছেন মন্ত্রীরা।