এবার হ্যাকারের পাল্লায় নাসা!
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কম্পিউটার হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে এতে মহাকাশে প্রদক্ষিণরত কোনো স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি। এতে নাসার বিজ্ঞানী ও কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২০১৮ সালের ২৩ অক্টোবর থেকে নাসার সাইবার নিরাপত্তা কর্মীরা তদন্ত করতে শুরু করে এই ধারণা থেকে যে, নাসার সার্ভারে অন্য কেউ প্রবেশ করেছে যেখানে পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন (পিআইআই) মজুদ ছিল।