আরেকটি গণভোট চায় অধিকাংশ ব্রিটিশ
ব্রেক্সিট ইস্যুতে ফের গণভোট চায় বেশিরভাগ ব্রিটিশ নাগরিক। এমনটাই উঠে এসেছে নতুন এক জনমত জরিপে। এটি পরিচালনা করেছে ব্রেক্সিট বিরোধী সংগঠন বেস্ট ফর ব্রিটেন এবং ডাটা কনসালটেন্সি গ্রুপ ফোকালডাটা।
জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের সব অঞ্চলের অধিকাংশ মানুষই এ ইস্যুতে দ্বিতীয় আরেকটি গণভোট চায়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। জরিপে দেখা গেছে, এ মুহূর্তে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় দফায় গণভোট হলে আগের দফার ফল উল্টে যাবে। এতে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে রায় দেবেন ৫৬ শতাংশ ভোটার। বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দেবেন ৪৪ শতাংশ ভোটার। অর্থাৎ, এখন ভোটাভুটি হলে ১২ শতাংশের ব্যবধানে এগিয়ে থাকবেন ব্রেক্সিটবিরোধীরা।
এদিকে পার্লামেন্টে ব্রেক্সিটের ইস্যুতে নতুন তারিখের প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। জানুয়ারির মাঝামাঝি সময়ে পার্লামেন্টে চূড়ান্ত হবে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য।
থেরেসা মে বলেন, ৭ জানুয়ারি এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হবে। যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাতে খুব বেশি সময় না থাকায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে পার্লামেন্টের অনেক সদস্যই চিন্তিত।