গ্রিনফেল টাওয়ারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও গৃহহীন
প্রায় দেড় বছর আগে লন্ডনের গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহহারা হয়েছিলেন প্রায় একশত পরিবার। দেড় বছর পেরিয়ে গেলেও তারা এখনও গৃহহীন। এসব মানুষ এখন বসবাস করছেন অস্থায়ী ফ্লাট, হোটেল, সার্ভিস এপার্টমেন্ট অথবা বন্ধুবান্ধবের সঙ্গে। কেনসিংটন অ্যান্ড চেলসি কাউন্সিলের সর্বেশেষ তথ্যে এসব কথা বলা হয়েছে। এমন পরিবারের সংখ্যা ৯৬টি। ২০১৭ সালের জুনে ভয়াবহ অগ্নিকান্ডের পর প্রধানমন্ত্রী তেরেসা মে প্রতিশ্রুতি দিয়েছিলেন জীবিতদের। বলেছিলেন, তাদেরকে তিন সপ্তাহের মধ্যে আবাসন সুবিধা দেয়া হবে। অন্যদিকে ২০১৭ সালের নভেম্বরে গৃহায়ণ বিষযক মন্ত্রী অলোক শর্মা বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন আবাসন সুবিধা দেয়া হবে এক বছরের মধ্যে।
কিন্তু এখনও এ সমস্যার কোনো সমাধান হয় নি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এসব পরিবার তাদের হতাশার কথা তুলে ধরেছেন।