লাইভ কনসার্টে আছড়ে পড়ল সুনামির ঢেউ, ভেসে গেলেন শিল্পীরা
মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে ভিডিওটা দেখার পর। মৃত্যু যে কতটা তাৎক্ষণিক হতে পারে তা বুঝিয়ে দিয়ে যেতে পারে সেই ভিডিও। মঞ্চে গান-বাজনা চলছিল। দর্শকরাও কনসার্ট উপভোগ করছিলেন দারুণভাবে। হঠাৎ সব যেন লণ্ডভণ্ড হয়ে গেল। সুনামির ঢেউ আছড়ে পড়ল মঞ্চের উপর। এক মুহূর্তে ভেসে গেলেন শিল্পীরা। হাড়ে কাপন ধরা সেই ঘটনা তোলা হলো মোবাইলের ক্যামেরায়।
ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইট উপকূলে এখন পর্যন্ত কমপক্ষে ২৯২ জনের প্রাণ কেড়েছে ভয়াবহ সুনামি। চারপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রকৃতির আকস্মিক আঘাত ভাসিয়ে নিয়ে গেছে বাড়ি-ঘর, গাড়ি, আসবাবসহ সব কিছুই।
সুনামির ঢেউ কীভাবে তাণ্ডব চালিয়েছে তার বহু ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই ভিডিওটা যেন সব থেকে ভয়াবহ। স্থানীয় একটি লোকাল রক ব্যান্ড পারফর্ম করছিল এক অনুষ্ঠানে। দর্শকরা সেই পারফরম্যান্স উপভোগ করছিলেন। হঠাৎ সুনামির স্রোত আছড়ে পড়ে মঞ্চে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেসে যায় মঞ্চ। বেপাত্তা শিল্পীরা। পরে জানা যায়, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ১৭ জন নিখোঁজ হয়ে যান ঘটনাস্থল থেকে।
ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেই সুনামি হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়াগেছে। এছাড়া নিখোঁজ আরও শতাধিক। সুনামিতে ৬০০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। ৯টি হোটেল, ৬০টি রেস্তোরাঁ এবং ৩৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামির আঘাতে ১৩টি দেশের প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ প্রাণ হারান। যার মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ ইন্দোনেশিয়ার।