ব্রেক্সিট জটিলতা সত্ত্বেও ব্রিটেনে প্রবৃদ্ধি আগের চেয়ে বৃদ্ধি
গত প্রান্তিকে ব্রিটেনের অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে শূণ্য দশমিক ৬ শতাংশ। যা আগের বছরে একই সময়ের তুলনায় শূণ্য দশমিক ৪ শতাংশ। প্রথম প্রান্তিকে এ প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ১ শতাংশ। গত বিশ্বফুটবল কাপে ইংল্যান্ড দল ভাল ফলাফল করায় সমর্থক ও ভোক্তাদের খরচের হার বৃদ্ধি দেশটির অর্থনীতিতে ইতিবাচক ফল বয়ে এনেছে। এছাড়া নির্মাণ ও সেবা খাত বেশ ভাল করেছে। তবে উৎপাদনশীল খাত কিছুটা পিছিয়ে আছে। ফলে উৎপাদনশীল খাত প্রথম দুই প্রান্তিকে লোকসান গুনেছে।
এদিকে প্রথম প্রান্তিকে কঠিন শীতের কারণে অর্থনৈতিক চাঞ্চল্য কিছুটা স্থির হয়ে পড়ে। তবে এধরনের আবহাওয়া নির্মাণ খাতের জন্যে সহায়ক ছিল। ব্রেক্সিট জটিলতা ব্রিটেনের অর্থনীতিতে কি ধরনের লাভলোকসান যোগ করবে তা নিয়ে বিস্তর অভিমত রয়েছে। অনেক বিনিয়োগকারি ব্রেক্সিট নিয়ে দুশ্চিন্তায় বিনিয়োগ কমিয়ে দিয়েছে। বিশেষ করে আর্থিক খাতে অনেক প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ ব্রিটেনের বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনা করে। তারপরও ব্রিটেনের অর্থনীতি তৃতীয় প্রান্তিকে এসে প্রবৃদ্ধিকে আরো বৃদ্ধি করেছে। অর্থনীতিবিদরা বলছেন, বেকারত্বের নিম্ন হার এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। ব্রিটেনের রফতানি প্রবৃদ্ধি ঘটেছে তৃতীয় প্রান্তিকে ১.১ শতাংশ।