সান্তা ক্লজ বলতে কি সত্যি কিছু আছে?
খ্রিস্টানদের বড়দিনের জনপ্রিয় চরিত্র সান্তা ক্লজ। বিশাল বড় আলখেল্লা গায়ে মুখোশ পরে নানা উপহার নিয়ে পথে পথে ঘোরেন তিনি। শিশুদের মধ্যে বিতরণ করেন নানান কিসিমের উপহার। সেই উপহার পেয়ে খ্রিস্টান শিশুদের আনন্দের সীমা থাকে না। কিন্তু সান্তা ক্লজ বলতে কি সত্যি কিছু আছে? নাকি এটি শুধুই কাল্পনিক একটি চরিত্র? বড় দিন উপলক্ষে সান্তা ক্লজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বড়দিন উপলক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে টেলিফোনে শিশুদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প এক শিশুকে ফোন করে বলেন,‘আরে, কোলম্যান নাকি? শুভ বড়দিন। তা, কেমন আছ? বয়স কত? … বিদ্যালয়ে ভালো করছ তো? তুমি কি এখনো সান্তা ক্লজে বিশ্বাস করো?’
প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথোপকথনের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্টের এই প্রশ্নে সামাজিক যোগযোগ মাধ্যমে বিতর্কও চলছে।