বিশ্বজুড়ে খ্রিষ্টানদের রক্ষায় কাজ করবে ব্রিটেনের কমিশন
ধর্মীয় রীতিনীতি অনুসরণ করার কারণে বিশ্বজুড়ে খ্রিষ্টানদের ওপর অত্যাচারের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনায় অনুমোদন দিয়েছে ব্রিটেন।
ওই পর্যালোচনায় বলা হয়েছে, ধর্মীয় বিশ্বাস লালনের কারণে গত বছর বিশ্বব্যাপী সাড়ে একুশ কোটি খ্রিষ্টান অত্যাচারের শিকার হয়েছে। এ ক্ষেত্রে নারী ও শিশুরাই বেশির ভাগ ক্ষেত্রে নিগৃহীত হয়েছে। তারা তাদের ধর্মীয় বিশ্বাসের ফলে যৌন নিপীড়নেরও শিকার হয়। ওই পর্যালোচনায় আরো বলা হয়, গত বছর প্রতি মাসে ২৫০ জন খ্রিষ্টান নিহত হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট গতকাল বুধবার এক বিবৃতিতে জানান, খ্রিষ্টানদের প্রতি এ নির্যাতন মূলত সব সংখ্যালঘুদের প্রতিই এক ধরনের সতর্কবার্তা। তিনি আরো বলেন, আমি আজ ট্রুরোর বিশপের কাছে জানতে চেয়েছি, বিশ্বব্যাপী নির্যাতনের শিকার খ্রিষ্টানদের ব্যাপারে ব্রিটেন কিভাবে আরো ভালোভাবে ব্যবস্থা নিতে পারে। আমরা পারি এবং অবশ্যই আরো বেশি করব।