জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যকার আলোচনার পাশাপাশি স্থান পাবে সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা। গতকাল মঙ্গলবার এ অধিবেশন শুরু হয়। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ আল জাফরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অন্যান্য কূটনীতিকদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।
৩০ বছরেরও বেশি সময় পর এবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ইরান। এ বৈঠকের পাশাপাশি কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করে সিরিয়া ইস্যুতে মতবিরোধগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার বিষয়টিতে মতৈক্যে পৌঁছার চেষ্টা চালাবেন দুইজন।
এ মাসের শুরুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মধ্যে ধ্বংস করা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে।
তবে এ চুক্তি চ্যাপ্টার-৭ এর আওতায় জাতিসংঘ প্রস্তাবনা দিয়ে কার্যকর করা হবে কিনা তা নিয়ে দু’পক্ষে মতবিরোধ রয়েছে। যে প্রস্তাবনায় সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং শক্তি প্রয়োগের বিধান থাকবে।